এনআইবিএমজি। ছবি: সংগৃহীত।
বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের প্রকোপ। রোগ প্রতিরোধের উপায় কী? তা নিয়েই গবেষণা চলছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ। প্রকল্পে কাজের জন্য প্রয়োজন গবেষকের। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানে ‘প্রোটিয়োমিক প্রোফাইলিং অফ এক্সট্রাসেলুলার ভেসিকেলস টু আইডেন্টিফাই মার্কার্স দ্যাট মে ফেসিলিটেট স্পেসিফিক আইসোলেশন অফ টিউমর এক্সট্রাসেলুলার ভেসিকেলস ফ্রম পেশেন্ট সিরাম’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
গবেষণা প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে প্রথমে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কাজের সুযোগ মিলবে। এর পর তাঁর কাজের দক্ষতা, প্রকল্পের প্রয়োজন এবং তহবিলে প্রয়োজনীয় অর্থ থাকলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪৭,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া প্রার্থীদের পিএইচডি/ এমডি/ এমএস/ এমডিএস যোগ্যতা এবং সায়েন্স সাইটেশন ইন্ডেক্সড জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।