Presidency University 3rd campus

বিধানসভা ভোটের আগে পাহাড়ে প্রেসিডেন্সি! জানুয়ারিতেই ডাওহিল ক্যাম্পাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর?

সূত্রের খবর, কার্শিয়াঙের ডাওহিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসের জন্য অধ্যাপক ও আধিকারিক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ জন্য ইন্টারভিউ হয়ে গিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৬:৫১
Share:

প্রতীকী চিত্র।

ডাওহিলে প্রেসিডেন্সি। সব কিছু ঠিক থাকলে ২০২৬ বিধানসভা ভোটের আগেই পুরোদমে পঠনপাঠন শুরু হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ক্যাম্পাসে। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক। সূত্রের দাবি, এ বিষয়ে যাবতীয় ঘোষণাও করবেন মুখ্যমন্ত্রীই।

Advertisement

সূত্রের খবর, কার্শিয়াঙের ডাওহিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসের জন্য অধ্যাপক ও আধিকারিক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ জন্য ইন্টারভিউ হয়ে গিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। চলতি বছর জুলাইয়ে তৃতীয় ক্যাম্পাসের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে চার জনকে। দু’টি পদে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। এক জন অধ্যাপক নিয়োগ করা হবে কার্শিয়াঙের ক্যাম্পাসে। এ ছাড়াও একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানও নিযুক্ত হবেন সেখানে।

ইতিমধ্যেই কার্শিয়াং ক্যাম্পাসের প্রশাসনিক বিভাগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন (পরীক্ষা নিয়ামক) পদে কর্মী নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

যদিও এ বিষয়ে কোনও কথাই বলতে চাইছেন না কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, সরকারি নির্দেশ মেনে তৃতীয় ক্যাম্পাসের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই চালু হয়ে যাবে পাহাড়ে প্রেসিডেন্সির পঠনপাঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement