Primary Teacher Recruitment

বছর শেষে শুরু প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ, ইংরেজি মাধ্যম স্কুলের জন্য প্রথম ডাক পাবেন প্রার্থীরা

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ প্রক্রিয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৩০
Share:

নিজস্ব চিত্র।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছরের শেষে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ প্রক্রিয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “বছর শেষে শুধু ইংরাজি মাধ্যম প্রাথমিক স্কুলের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া হবে। বাকিগুলি নতুন বছর শুরুতে ধাপে ধাপে ইন্টারভিউ হবে।” এখনও পর্যন্ত প্রাথমিকে শূন্যপদের সংখ্যা ১৩,৪২১।

ইন্টারভিউতে যাঁরা ডাক পাচ্ছেন, তাঁদের ‘কল লেটার’ ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আর কী কী নথি সঙ্গে রাখতে হবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে স্কুল সার্ভিস কমিশনের মতো আঞ্চলিক ভাবে নয়, কেন্দ্রীয় ভাবে হবে প্রাথমিকের ইন্টারভিউ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্টলেকের অফিসে এই ইন্টারভিউ গ্রহণ করা হবে। মৌখিক ইন্টারভিউ ছাড়াও, একজন প্রার্থী কী ভাবে শ্রেণিকক্ষে পড়াবেন তা-ও দেখাতে হবে। আগেই জানানো হয়েছে, সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করা হবে নজরদারি ক্যামেরার মাধ্যমে হবে। যিনি ইন্টারভিউ নেবেন তিনি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে লিখবেন না। সরাসরি অনলাইনে আপলোড করা হবে, স্বচ্ছতার জন্য।

Advertisement

প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ১৯ নভেম্বর। ৯ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া। আবেদন করেছেন প্রায় ৬০ হাজার প্রার্থী। ইন্টারভিউ-এর পরে মেধাতালিকা প্রকাশ করা হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২২-এ শেষ বার প্রাথমিক নিয়োগ হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা। ২০২২ ও ২০২৩-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এত দিন কোনও নিয়োগে সুযোগই পাননি।

২০২২ টেট প্রাথমিকের চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন, “প্রক্রিয়া শুরু হল ঠিকই। আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা চাই দ্রুত এই প্রক্রিয়া শেষ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement