PM-SETU for Students

আইটিআই এবং বৃত্তিমূলক শাখার পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প, পিএম সেতু-র সূচনা করলেন প্রধানমন্ত্রী

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১,২০০টি ভোকেশনাল স্কিল ল্যাব, ৪০০টি নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল স্কুলও উদ্বোধন করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৪:৩১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃত্তিমূলক শাখা এবং আইটিআই উত্তীর্ণ পড়ুয়াদের চাকরির সুযোগ করে দেবে পিএম সেতু। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই কেন্দ্রগুলিকে ঢেলে সাজতে ৬০ হাজার কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। শনিবার পিএম সেতু-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, পিএম সেতু-র সাহায্যে দেশের সমস্ত আইটিআই প্রতিষ্ঠানগুলিতে ডিজ়িটাল লার্নিং সিস্টেম, উন্নতমানের ট্রেডে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন সংস্থা ওই কেন্দ্রগুলিতে কাজ শেখাবে এবং প্লেসমেন্টের ব্যবস্থাও করবে।

এ ছাড়াও দেশের ৩৪টি রাজ্যে ১,২০০টি ভোকেশনাল স্কিল ল্যাব, ৪০০টি নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল স্কুলও চালু করা হবে। শনিবারই এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পূর্ণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের আদিবাসি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় ওই স্কুল এবং ল্যাব প্রতিষ্ঠা করা হবে, এমনটাই জানানো হয়েছে।

Advertisement

দেশের যুবসম্প্রদায়ের কাজের দক্ষতা বৃদ্ধি করতেই এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। মোট ৬২ হাজার কোটি টাকা ওই প্রকল্পের জন্য খরচ হয়েছে। বাজারের চাহিদা অনুযায়ী, পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, প্লেসমেন্টের ব্যবস্থা কিংবা উদ্যোগপতি হতে সাহায্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement