কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষণার সুযোগ দেবে। ছবি: সংগৃহীত।
গবেষণার কাজ করতে চান? স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের সেই সুযোগ করে দেবে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ওই সংস্থার কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত বিভাগে কাজের জন্য রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ফ্লুরোসায়েন্স, ইনফ্রারেড স্পেকটোস্কোপি নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও ফিজ়িক্যাল কেমিস্ট্রি বিষয়টিতে স্পেশালাইজ়েশন এবং জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউ়ড টেস্ট (গেট) বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিযুক্তদের এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। তবে, ওই মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি পেতে পারে। কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রকল্পে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ সাবেক এসইআরবি)-র তরফে আর্থিক অনুদান দেবে। তাই, পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৮ হাজার ৪৪০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন ই-মেল মারফত গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ৬ অগস্ট। কী ভাবে আবেদন বেছে নেওয়া হবে, কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে— এই সব বিষয়ের তথ্য জানতে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের ওয়েবসাইটটি (bose.res.in) দেখে নিতে পারেন।