চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
মেডিক্যাল শাখায় পরামর্শদাতা হিসাবে কাজের সুযোগ রয়েছে? কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ওই পদে কর্মী প্রয়োজন। ওই হাসপাতালের অ্যানাস্থেশিয়োলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
অ্যানাস্থেশিয়োলজি বিষয়ে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের মেডিক্যাল কলেজ কিংবা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ক্ষেত্রে প্রার্থীর ক্যানসার উইংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। তবে, ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আগ্রহীদের ২০০ টাকা ডিমান্ড ড্রাফ্ট আবেদনপত্রের সঙ্গে নিয়ে আসা প্রয়োজন। আর কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট (cnci.ac.in) থেকে দেখে নিতে পারেন। ৩১ জুলাই হাসপাতালের হাজরা ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে।