ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইউজিসি নেট উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ মেলে। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ফেলোশিপ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে এক জনকে নিয়োগ করা হবে।
মেকানিক্যাল, এরোস্পেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ওই ফেলোশিপ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।
নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ২২ মাসের চুক্তিতে ওই কাজের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়্গপুর। তবে কাজ শেষে ওই ব্যক্তি পিএইচডি বা মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করারও সুযোগ পাবেন।
আগ্রহীরা আগাম আবেদন জমা দিতে পারবেন। এ জন্য তাঁদের অনলাইনেই একটি ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ৬ অগস্ট। এই বিষয়ে বিশদ জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে (iitkgp.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।