সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট, ব্যারাকপুর। ছবি: সংগৃহীত।
তরুণ পেশাদার হিসাবে কাজ খুঁজছেন? ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর ব্যারাকপুরের দফতরে পেতে পারেন সুযোগ। সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের তরফে ইয়ং প্রফেশনাল হিসাবে কর্মী নিয়োগ করা হবে। একটি পদে হবে নিয়োগ।
মেঘালয়ের একটি নদীতে ইলিশ মাছের বসবাস সংক্রান্ত প্রকল্পে ওই ব্যক্তিকে কাজ করতে হবে। তাই মৎস্যবিজ্ঞান কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া আবশ্যক। তবে, প্রাণীবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা বায়োটেকনোলজিতে উচ্চশিক্ষিতরাও উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। তাঁর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তকে গুয়াহাটির রিজ়িওনাল রিসার্চ সেন্টারে কাজ করতে হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ অগস্ট। আগামী ৭ অগস্ট বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য গুয়াহাটির দফতরে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cifri.res.in) গিয়ে দেখে নিতে পারেন।