খেলার প্রশিক্ষক হিসাবে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করবে আইআইএসইআর, কলকাতা। ছবি: সংগৃহীত।
খেলাধূলা প্রশিক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে? কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এ ওই কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাঁদের স্পোর্টস কোচ পদে কাজ করতে হবে। শূন্যপদ ১১টি।
অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেট বল, ক্রিকেট, ফুটবল, কবাডি, খো-খো, লন টেনিস, টেবিল টেনিস, ভলিবল এবং দাবা খেলার প্রশিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তাই উল্লিখিত পদে আবেদনকারীদের শারীরশিক্ষা বিষয়ে স্নাতক বা কোচিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ হওয়া দরকার। এ ছাড়াও তাঁদের জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবং পুরস্কার থাকা প্রয়োজন।
নিযুক্তদের সেশন পিছু ১ হাজার টাকা করে সাম্মানিক হিসাবে দেওয়া হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে ১ অগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের আবেদনপত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি রাখা প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (iiserkol.ac.in) দেখে নিতে পারেন। ৩১ জুলাই আইআইএসইআর, কলকাতার সিভি রমন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ইন্টারভিউ নেওয়া হবে।