SSC teacher recruitment notification

পুজো মিটতেই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, শূন্যপদ প্রায় সাড়ে আট হাজার

কোথায় কত শিক্ষাকর্মীর শূন্যপদ রয়েছে তা-ও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। গ্রুপ সিতে শূন্যপদ রয়েছে ২৯৮৯। গ্রুপ ডিতে শূন্যপদের সংখ্যা ৫৪৮৮।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২১:৪৮
Share:

প্রতীকী চিত্র।

শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য আবেদন জমা নেওয়া শুরু হবে ৩ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

Advertisement

কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোথায় কত শিক্ষাকর্মীর শূন্যপদ রয়েছে তা-ও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। গ্রুপ সির শূন্যপদ রয়েছে ২৯৮৯। গ্রুপ ডিতে শূন্যপদের সংখ্যা ৫৪৮৮।

আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বরে থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীরা টাকা জমা দিতে পারবেন ওই দিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের ফর্ম ফিলআপের জন্য দিতে হবে ৪০০ টাকা। আর তফসিলি জাতি, তফসিলি জনজাতির প্রার্থী হলে দিতে হবে ১৫০ টাকা। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশিত হবে। তারপর ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। যার মেয়াদ প্রথম কাউন্সেলিং থেকে প্রথমে এক বছর ও পরে প্রয়োজন অনুযায়ী আরও ছ’মাস অর্থাৎ দেড় বছর পর্যন্ত হবে। আবেদনের বয়সসীমা ৪০ বছরের ঊর্ধ্বে নয়।

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও পর্যবেক্ষণে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের আর‌ও একটি পদক্ষেপ। আবেদনকারী সকল যুবক যুবতীর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।’’

গত ২৯ অগস্ট এসএসসির তরফে জানানো হয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কিন্তু বুধবার, ১৭ সেপ্টেম্বর ফের এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে, স্কুলে স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার আবেদনের সময়সীমা পিছাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement