WBSSC recruitment 2025

চাকরিহারাদের অতিরিক্ত দশ নম্বরে বঞ্চনার অভিযোগ! শূন্যপদ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ এসএসসি-তে

৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে। এ বারের পরীক্ষায় কর্মরত ও চাকরিহারা শিক্ষকদের জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই নিয়মে যাঁরা নতুন পরীক্ষার্থী, তাঁরা পিছিয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩
Share:

নিজস্ব চিত্র।

দীর্ঘ ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছিল এসএসসি-র তরফে। বহু প্রার্থীই এ বছর প্রথম পরীক্ষা দিয়েছেন। আবার বহু প্রার্থীর জন্যই এটি ছিল শেষ সুযোগ। কারণ বয়সের ঊর্ধ্বসীমার নিয়মে হয়তো এর পর আর তাঁরা পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু এ বছরই এসএসসি-র তরফে জানানো হয়েছে, কর্মরত এবং চাকরিহারারা অতিরিক্ত ১০ নম্বর পাবেন। এরই বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ‘ফ্রেশার’রা।

Advertisement

শুক্রবার দুপুরে শূন্যপদ বৃদ্ধির দাবি তুলে স্কুল সার্ভিস কমিশন অভিযান করলেন এই নতুন চাকরিপ্রার্থীরা। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের পরীক্ষা হয়েছে। সেখানে কর্মরত ও চাকরিহারা শিক্ষকদের জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। এই নিয়মের ফলে যাঁরা এ বছরের নতুন পরীক্ষার্থী তাঁরা প্রথম থেকেই পিছিয়ে থাকবেন এবং তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যাবে বলে বলে অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীরা। সমস্যা সমাধানে প্রায় ১ লক্ষ অতিরিক্ত শূন্যপদ ঘোষণার দাবি করছেন তাঁরা।

এ দিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে সাত সদস্যের প্রতিনিধি দল। পরে আন্দোলনকারীরা জানান, তাঁরা পাঁচ দফা দাবি রেখেছেন। কিন্তু এসএসসি চেয়ারম্যানের কাছে কোনও সদুত্তর পাননি।

Advertisement

আন্দোলনে অন্যতম মুখ সন্দীপ কুণ্ডু বলেন, “ইন্টারভিউয়ের আগে যদি ১০ নম্বর দিয়ে দেওয়া হয়, তা হলে শূন্য পদের সংখ্যা অনেকটাই কমে যাবে। আদালত কিন্তু কমিশনকে এই অতিরিক্ত নম্বরের বিষয়ে কোন‌ও নির্দেশ দেয়নি।” এ বিষয়ে আগামী দিনে নবান্ন এবং বিধানসভা অভিযানের পথেও তাঁরা হাঁটবেন জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement