Courses and Workshops 2025

এমস কল্যাণী থেকে আইআইটি খড়্গপুর, কোথায় কোন কোর্স বা কর্মশালা রয়েছে! জেনে নিন বিশদ

দ্বাদশোত্তীর্ণ থেকে পেশাদার, সকলের জন্যই রয়েছে নানা কোর্স এবং কর্মশালায় যোগদানের সুযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৭
Share:

প্রতীকী চিত্র।

দ্বাদশ উত্তীর্ণ হোক বা প্রথাগত বিষয়ে ডিগ্রিধারী। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মাঝে মধ্যেই নানা বিষয়ের কোর্স করানো হয়। এতে যেমন দক্ষতা বৃদ্ধি হয় পড়ুয়াদের। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানও বাড়ে। তবে কোর্স ছাড়াও সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনাসভা বা কর্মশালার আয়োজন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে। তারই হদিস মিলবে এই প্রতিবেদনে।

Advertisement

১। আয়কর এবং জিএসটি সংক্রান্ত কোর্স—

মাসিক উপার্জন কত হলে আয়কর জমা দিতে হয়? আয়কর রিটার্ন ফাইল করে কী ভাবে? কারা জিএসটি চার্জ করে? কোন কোন দ্রব্যমূল্যের উপর অতিরিক্ত জিএসটি দিতে হয়? এ রকমই একাধিক প্রশ্নের উত্তর বিশদ জানাতে কোর্স করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। নাম— ‘বেসিকস অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি’।

Advertisement

কোথায় হবে— হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই।

কবে— নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

কতদিন চলবে— ৪০ ঘণ্টা। প্রতি শনি এবং রবিবার ক্লাসের আয়োজন করা হবে।

কারা আবেদন করতে পারবেন— দ্বাদশোত্তীর্ণ যে কোনও পুরুষ বা মহিলা প্রার্থী।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

২। এআই-এর সাহায্যে ‘হার্ট মনিটরিং’ সংক্রান্ত কর্মশালা—

হৃদ্‌যন্ত্র সুস্থ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা যাবে এআই বা কৃত্রিম মেধার সাহায্যে। অগমেন্টেড কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এবং ফোনোকার্ডিয়োগ্রাফি (পিসিজি) এবং ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাফি (ইসিজি) সিগন্যাল-এর মাধ্যমে কী ভাবে হৃদ্‌রোগ শনাক্ত করা যায়, তা নিয়েই এ বার কর্মশালার আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর। যোগদানকারীরা সমস্ত বিষয় হাতেকলমে শেখার সুযোগ পাবেন।

কোথায় হবে— অফলাইনে, প্রতিষ্ঠানে।

কবে— ২৫ এবং ২৬ অক্টোবর।

কতদিন চলবে— ২ দিন। প্রতিদিন ছ’ঘণ্টা হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে পাঠরতেরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

৩। ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এর কোর্স—

বর্তমানে যে কোনও পণ্য বা ডিজিটাল কনটেন্ট শুধু মানুষের কাছে পৌঁছে দিলেই হয় না। প্রয়োজন নির্দিষ্ট ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল-ও। এর মাধ্যমেই কোনও নির্দিষ্ট পোর্টাল বা পেজ-এর কনটেন্ট বহুসংখ্যক মানুষের কাছে নেট মাধ্যমে পৌঁছে যায়। কী ভাবে করা যায় এই কাজ! তা শেখাতেই বিশেষ কোর্স করাবে জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম কলকাতা)।

কোথায় হবে— অফলাইনে, প্রতিষ্ঠানে।

কবে—১০-১৪ নভেম্বর।

কতদিন চলবে— ৪ দিন।

কারা আবেদন করতে পারবেন— বিভিন্ন সংস্থায় মার্কেটিং বিভাগে কর্মরত ব্যক্তি, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং-এর কাজে যুক্ত পেশাদাররাও।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

৪। স্থূলতা সম্পর্কে সচেতনতা মূলক আলোচনাসভা—

‘ন্যাশনাল নিউট্রিশন মান্‌থ’ পালিত হচ্ছে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (এমস) আয়োজন করা হয়েছে আলোচনাসভার। বিষয়— স্থূলতা। বিশ্বে স্থূলকায় মানুষদের তালিকায় ভারতের অবস্থান বেশ উপরের দিকেই। তাই এ বিষয়ে মানুষকে সচেতন করতে প্রতিষ্ঠানের তরফে এই আলচনাসভার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— অফলাইনে, প্রতিষ্ঠানে।

কবে—২৪ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯টা থেকে।

কতদিন চলবে— ১ দিন।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও ব্যক্তি।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

৫। মাল্টিডিসিপ্লিনারি সোশ্যাল সায়েন্সেস কোর্স—

বিভিন্ন বিষয়ে একাধিক কোর্স করাবে পাটুলির সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা। প্রতিষ্ঠানের রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের অধীনেই করানো হবে এই কোর্স। আবেদনকারীরা ওই প্রোগ্রামের অধীনে সমস্ত কোর্স করতে পারবেন। আবার আলাদা ভাবে কোনও একটি কোর্স করতে চাইলে, তা করারও সুযোগ রয়েছে। পাঠক্রমগুলির নাম যথাক্রমে— ক) ফেমিনিজম ইন দ্য সোশ্যাল সায়েন্সেস, খ) গেমস অ্যান্ড কালচার, গ) ক্রিটিকাল কাস্ট স্টাডিজ়, ঘ) সিচুয়েটিং সায়েন্স: মেকিং অফ আ ডিসিপ্লিন।

কোথায় হবে— অফলাইনে, প্রতিষ্ঠানে।

কবে— ১৪ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

কতদিন চলবে— এক মাসের বেশি সময় ধরে।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ প্রাপ্ত ব্যক্তিরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ২৫ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement