TATA

দেশের বিভিন্ন জায়াগায় অ্যাপল-এর বিপণি খোলার ভাবনা টাটা গোষ্ঠীর

দেশ জুড়ে অ্যাপল-এর পণ্য বিক্রির জন্য ১০০ টি এক্সক্লুসিভ বিপণি খুলবে টাটা গোষ্ঠী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৪
Share:

টাটা গোষ্ঠী। সংগৃহীত ছবি।

দেশ জুড়ে অ্যাপল-এর পণ্য বিক্রির জন্য ১০০ টি এক্সক্লুসিভ বিপণি খুলবে টাটা গোষ্ঠী। এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে টাটা গোষ্ঠী। ভারতবর্ষে টাটা গোষ্ঠীর ইনফিনিটি রিটেল ক্রোমা ব্র্যান্ডের ইলেকট্রনিক বিপণি চালায়। সেই ইনফিনিটি রিটেলই শপিং মল, বড় বিপণির পাশাপাশি স্থানীয় এলাকায় অ্যাপেল-এর বিপণিগুলি গড়ে তুলবে।

Advertisement

এ ছাড়াও, টাটা গোষ্ঠী অ্যাপল-এর বিপণিগুলি খোলার জন্য প্রিমিয়াম মলগুলির ও বড় বিপণিগুলির সঙ্গে লিজ় নেওয়ার শর্ত ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় শুরু করেছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই টাটা গোষ্ঠী ভারতে অ্যাপল-এর বিবিধ পণ্যের অন্যতম বিক্রেতা তাইওয়ানের উইসট্রন গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে দেশে আইফোন অ্যাসেম্বল করার জন্য ব্লুমবার্গ নামক একটি যৌথ উদ্যোগ চালু করার পরিকল্পনা করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন