প্রতীকী ছবি।
পরিবার বা পরিস্থিতির চাপে অনেক সময়ই স্নাতকের পর কাজে যোগ দিতে হয়। কিন্তু অনেকের মনেই থেকে যায় উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা।
এ বার সে সুযোগই মিলতে পারে কাশীপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)। এগ্জ়িকিউটিভ এমবিএ কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
এটি দু’বছরের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি থাকতে হবে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা। সে ক্ষেত্রে ইন্টার্নশিপ, গবেষণা প্রকল্পে কাজ করছেন যাঁরা, তাঁরা সুযোগ পাবেন না।
প্রবেশিকা এবং ইন্টারভউয়ে উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। কোর্সমূল্য ১২ লক্ষ টাকা।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কাশীপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২০২৬-র ৩ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, কাশীপুরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।