Mistake in Madhyamik admit card

মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ভুল! তথ্য সংশোধনের সুযোগ এ বার নবম শ্রেণির পড়ুয়াদেরই হাতে

নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন নির্ভুল করার জন্য স্কুলগুলোকে আরও বেশি সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা হলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৫২
Share:

প্রতীকী ছবি।

ভুল সংশোধন করতেই সময় চলে যায়! এ বার আগে-ভাগেই পদক্ষেপ করছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকবারই দেখা যায় অ্যাডমিট কার্ডে ভুল সংশোধনের জন্য একের পর এক আবেদন জমা পড়ছে। সেই চাপ কমাতে এ বার মধ্যশিক্ষা পর্ষদ পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য ‘এডিট’ বা সংশোধন করার সুযোগ দিচ্ছে। কিন্তু এর পরেও ভুল থাকলে, তার দায় বর্তাবে স্কুলগুলির উপর। তাদের জরিমানার নিদানও দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন নির্ভুল করার জন্য স্কুলগুলোকে আরও বেশি সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা হলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে। ১৫ নভেম্বরের পরে আর সংশোধনের সুযোগ মিলবে না। তার পরেও ভুল থেকে গেলে জরিমানা মূল্য দিয়ে তা সংশোধন করাতে হবে।

Advertisement

২০২৫ সালের যারা নবম শ্রেণিতে পড়ছে, ২০২৭ সালে তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদেরই রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। সেখানেই এই নতুন নিয়ম কার্যকর করার কথা জানিয়েছে পর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement