PhD Admission 2025

হোম সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষার ইচ্ছে! কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে সেই সুযোগ

‘ফুড অ্যান্ড নিউট্রিশন’-এ ৮টি এবং ‘হিউম্যান ডেভেলপমেন্ট’-এ ৭টি আসন রয়েছে। আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২১:৫৩
Share:

পিএইচডি করার সুযোগ মিলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত।

হোম সায়েন্স বিভাগের দু’টি বিষয়ে পিএইচডি করার সুযোগ মিলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ এবং ‘হিউম্যান ডেভেলপমেন্ট’ এই দু’টি বিষয় নিয়ে ডক্টরেট ডিগ্রি পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement

দু’টি বিষয় মিলিয়ে মোট শূন্য আসনের সংখ্যা ১৫। ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’-এ ৮টি এবং ‘হিউম্যান ডেভেলপমেন্ট’-এ ৭টি আসন রয়েছে। আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে।

প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে। প্রবেশিকা হবে ইংরেজি মাধ্যমে। ফুড অ্যান্ড নিউট্রিশন-এ এমসিকিউ প্রশ্ন থাকলেও হিউম্যান ডেভেলপমেন্ট-এ এমসিকিউ-এর সঙ্গে রচনাধর্মী প্রশ্নও থাকবে। পরীক্ষা হবে ৫০ নম্বরে। তবে যে সকল প্রার্থী ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট’ (নেট) উত্তীর্ণ, তাঁদের লিখিত পরীক্ষা দিতে হবে না।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২৮ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হবে ৪ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা হবে ১৬ ডিসেম্বর। ইন্টারভিউয়ের জন্য নামের তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। ইন্টারভিউ আয়োজিত হবে ৬ জানুয়ারি। প্রয়োজনীয় আরও তথ্য ও শর্তাবলি জানা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement