Visakhapatnam Port Recruitment 2023

বিশাখাপত্তনম পোর্টে ইঞ্জিনিয়ার নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৫:৪৪
Share:

বিশাখাপত্তনম পোর্ট। প্রতীকী ছবি।

বিশাখাপত্তনম পোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। ইলেট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগের জন্য এই পদে নিয়োগ করা হবে কর্মী। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে বিশাখাপত্তনম পোর্ট অথরিটি ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ারে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় স্বপ্রত্যয়িত নথি উচ্চতর পোস্টে কর্মরত সরকারি কোনও আধিকারিককে দিয়ে সই করানো প্রয়োজন। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশাখাপত্তনম পোর্ট অথরিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন