HS Vocational Registration 2025-26

নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ করতে হবে চতুর্থ সেমেস্টারের রেজিস্ট্রেশন, জানাল কারিগরি শিক্ষা বিভাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ১৭ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:৫১
Share:

নিজস্ব চিত্র।

একাদশ এবং দ্বাদশের বৃত্তিমূলক কোর্সের পরীক্ষাও এ বার থেকে সেমেস্টার পদ্ধতিতে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ) ওই পরীক্ষায় নাম নথিভুক্তিকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। সংসদ অনুমোদিত প্রশিক্ষণকেন্দ্রগুলি অনলাইনে দ্বাদশের পড়ুয়াদের নাম চতুর্থ সেমেস্টারের জন্য নথিভুক্ত করবে।

Advertisement

পরীক্ষার্থীদের নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে ৭-১২ নভেম্বরের মধ্যে। তাদের এনরোলমেন্ট ফর্ম, ই-রিসিপ্ট-সহ অন্য নথি ১৭ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট নোডাল সেন্টারে জমা দিতে হবে প্রশিক্ষণকেন্দ্রগুলিকে। সমস্ত পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছে কিনা, তা নোডাল সেন্টারগুলি সুনিশ্চিত করবে ২২ নভেম্বরের মধ্যে।

একই সঙ্গে একাদশের প্রথম সেমেস্টারের এনরোলমেন্ট সম্পূর্ণ হয়েছে। অনলাইনে টাকা জমা দেওয়ার জন্য ১৭ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে। এ ক্ষেত্রে ২০ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট নোডাল সেন্টারে সমস্ত নথি জমা দিতে হবে প্রশিক্ষণকেন্দ্রগুলিকে। নোডাল সেন্টারগুলি পরীক্ষার্থীদের তালিকা সম্পূর্ণ বলে অনলাইন মাধ্যমে জানাবে ২২ নভেম্বরের মধ্যে।

Advertisement

একাদশ এবং দ্বাদশের পরীক্ষার ফি হিসাবে ২০০ টাকা এবং প্রসেসিং ফি হিসাবে ১০ টাকা ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ নাম নথিভুক্ত করতে চাইলে তাকে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে জরিমানা হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement