নিজস্ব চিত্র।
একাদশ এবং দ্বাদশের বৃত্তিমূলক কোর্সের পরীক্ষাও এ বার থেকে সেমেস্টার পদ্ধতিতে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ) ওই পরীক্ষায় নাম নথিভুক্তিকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। সংসদ অনুমোদিত প্রশিক্ষণকেন্দ্রগুলি অনলাইনে দ্বাদশের পড়ুয়াদের নাম চতুর্থ সেমেস্টারের জন্য নথিভুক্ত করবে।
পরীক্ষার্থীদের নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে ৭-১২ নভেম্বরের মধ্যে। তাদের এনরোলমেন্ট ফর্ম, ই-রিসিপ্ট-সহ অন্য নথি ১৭ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট নোডাল সেন্টারে জমা দিতে হবে প্রশিক্ষণকেন্দ্রগুলিকে। সমস্ত পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছে কিনা, তা নোডাল সেন্টারগুলি সুনিশ্চিত করবে ২২ নভেম্বরের মধ্যে।
একই সঙ্গে একাদশের প্রথম সেমেস্টারের এনরোলমেন্ট সম্পূর্ণ হয়েছে। অনলাইনে টাকা জমা দেওয়ার জন্য ১৭ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে। এ ক্ষেত্রে ২০ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট নোডাল সেন্টারে সমস্ত নথি জমা দিতে হবে প্রশিক্ষণকেন্দ্রগুলিকে। নোডাল সেন্টারগুলি পরীক্ষার্থীদের তালিকা সম্পূর্ণ বলে অনলাইন মাধ্যমে জানাবে ২২ নভেম্বরের মধ্যে।
একাদশ এবং দ্বাদশের পরীক্ষার ফি হিসাবে ২০০ টাকা এবং প্রসেসিং ফি হিসাবে ১০ টাকা ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ নাম নথিভুক্ত করতে চাইলে তাকে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে জরিমানা হিসাবে।