— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চাকরি করতে করতে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড দেবে সেই সুযোগ। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইনেই ক্লাস করতে পারবেন।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিষয় নিয়ে পড়তে পারবেন। এ জন্য তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এ ছাড়াও অন্তত এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকা দরকার। তাঁদের কাজের অভিজ্ঞতা এবং মেধা যাচাই করেই ভর্তি নেওয়া হবে।
ইন্টারন্যাশনাল বিজ়নেস বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্সটি করানো হবে। অপারেশন ম্যানেজমেন্ট, বিজ়নেস স্ট্যাটিস্টিক্স, সাপ্লাইন চেন ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ক্রস কালচার ম্যানেজমেন্ট, আইটি প্রজেক্ট কনসাল্ট্যান্সি, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনস, ট্রেড অ্যানালিটিক্স— এই সমস্ত বিষয়গুলি ওই কোর্সে শেখানো হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের নাম জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। ক্লাস জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে। অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য ৩,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে।