ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর গবেষণার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর দিচ্ছে সুযোগ। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্স, সেরামিক টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ইলেকট্রোড ফ্যাব্রিকেশন অফ ব্যাটারি বা সুপারক্যাপাসিটর নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। মিনিস্ট্রি অফ টেক্সটাইল-এর অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৩৭ হাজার টাকা।
আগ্রহীদের অনলাইনে আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ নভেম্বর। নিযুক্তকে মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।