ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ খুঁজছেন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ রয়েছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫২টি পদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। নিযুক্তদের পোর্ট ব্লেয়ার, জম্মু ও কাশ্মীর, শিলং, দিল্লি-সহ সংস্থার বিভিন্ন দফতরে কাজ করতে হবে।
ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স— উল্লিখিত বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে তাঁদের কাজ করতে হবে। তাঁদের বয়স ৩২ বছর হওয়া প্রয়োজন।
নিযুক্তদের মোট চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ৪০,০০০ থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হিসাবে দেওয়া হবে। যোগ্যতা যাচাই করা হবে ২৪ নভেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৪৭২ টাকা। আবেদনের শেষ দিন ২০ নভেম্বর।