চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। ডেটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তাঁদের প্রতি ঘণ্টায় ৮০০০ বার বোতাম টিপে টাইপ করার দক্ষতা থাকা দরকার। কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবেন।
কাজের জন্য প্রতি মাসে ১৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ২৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। পরবর্তীতে ওই মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ই-মেল মারফত কিংবা ডাকযোগে জমা দিতে হবে। এই পদের জন্য ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ১৭ নভেম্বর ডেকে নেওয়া হবে।