Nursing

রাজ্যের সরকারি নার্সিং কলেজ অধ্যাপক নিয়োগ করবে, কী যোগ্যতা প্রয়োজন?

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ২টি। তফসিলি জাতির জন্য ১টি। তফসিলি জনজাতির জন্য ১টি এবং ওবিসি বিভাগের জন্য ১টি শূন্যপদ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:১৭
Share:

নার্সিং কলেজ অধ্যাপক নিয়োগ। প্রতীকী ছবি।

রাজ্যের সরকারি নার্সিং কলেজে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই বিষয়ে বিস্তারিত দেখে নিন।

Advertisement

পদ: অধ্যাপক।

শূন্যপদ: ৫টি। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ২টি। তফসিলি জাতির জন্য ১টি। তফসিলি জনজাতির জন্য ১টি এবং ওবিসি বিভাগের জন্য ১টি শূন্যপদ রয়েছে।

Advertisement

বয়স: ১ জানুয়ারি ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম: ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতকোত্তর হতে হবে এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বাংলা ভাষা ভাল ভাবে লিখতে এবং বলতে জানতে হবে।

আবেদন পদ্ধতি: https://www.wbhrb.in/ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ২০ জানুয়ারি দুপুর ২টো পর্যন্ত আবেদন জানানো যাবে।

আবেদন মূল্য: সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ২১০ টাকা। তবে, বাকি বিভাগের প্রার্থীদের জন্য কোনও টাকা লাগবে না।

এই বিষয়ে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে (https://www.wbhrb.in/) যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন