MUA Course in HS Level

রূপসজ্জা শিল্পী হওয়ার ইচ্ছে? উচ্চ মাধ্যমিক স্তরেই পড়াশোনা করা যাবে এই বিষয়ে

অনেক সময় দেখা যায় স্কুলস্তরের পড়াশোনা ছেড়েই পেশাদার মেক-আপ আর্টিস্ট হওয়ার পথে এগোচ্ছে বহু পড়ুয়া। কেউ যদি স্কুলস্তর থেকেই রূপসজ্জা শিল্পী হিসাবে পেশাদার হয়ে উঠতে চায়, তা হলে স্কুলস্তরেই এই বিষয় নিয়ে পড়ার সুযোগ পাওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:৩৪
Share:

স্কুল স্তরেই পড়া যাবে ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’। প্রতীকী ছবি।

বিয়ে হোক কি অন্য কোনও অনুষ্ঠান, এখন প্রায় এক বছর আগে থেকেই যোগাযোগ করে রাখতে হয় রূপসজ্জা শিল্পীর সঙ্গে। কারণ তিনি ভীষণ ব্যস্ত। রূপসজ্জা এখন খুবই ব্যস্ত একটি পেশা।

Advertisement

পেশাদার হওয়ার দৌড়ে হাতেকলমে শিক্ষার ব্যবস্থাও রয়েছে। অনেকেই পাড়ার কোনও পার্লার অথবা নামাজাদা কোনও সংস্থার অধীনে বহু টাকা খরচ করে নানা কোর্স করে থাকেন। অনেক সময় দেখা যায় স্কুলস্তরের পড়াশোনা ছেড়েই মেক-আপ আর্টিস্ট হওয়ার দৌড়ে এগোচ্ছে বহু পড়ুয়া। এ বার আর স্কুল ছাড়ার প্রয়োজন হবে না। কারণ, চাইলে স্কুলস্তরেই এই বিষয় নিয়ে পড়ার সুযোগ পাওয়া যেতে পারে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ভোকেশন্যাল বা বৃত্তিমূলক বিষয় পড়ানো হয় ১৬টি। তার মধ্যে একটি বিষয় হল ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’। একাদশ শ্রেণিতেই কেউ চাইলে এই বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকে। ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’-কে পেশা করতে গেলে কোন বিষয়গুলিতে দক্ষতা থাকা প্রয়োজন, সে সব কিছুই পড়ানো হয় এই কোর্সে। পাশাপাশি হাতে কলমে অনুশীলনের সুযোগও পায় পড়ুয়ারা। পাঠ্যক্রমের মধ্যে দিয়ে ম্যানিকিওর, পেডিকিওর, মেহেন্দি আঁকা, চুলের যত্ন কী ভাবে নেওয়া যায়—সব কিছুই শেখানো হয়। এর সঙ্গে রূপসজ্জা শিল্পী হিসাবে একজন উদ্যোগপতি কী ভাবে হওয়া যায় তার পাঠও দেওয়া হয়।

Advertisement

স্কুল স্তরে এই বিষয়ের প্রাথমিক পাঠ দেওয়া হয়। এর পর কেউ চাইলে এই বিষয় নিয়ে উচ্চ স্তরেও পড়তে পারেন। বৃত্তিমূলক এই বিষয় নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানে নানা সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা পড়ানো হয়। রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনু-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়গুলি।

এই বিষয় নিয়ে পড়ার পর পেশাগত দিন কী কী—

কোনও পার্লারে কাজে নিযুক্ত হওয়া যায়।

সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষক হওয়া যায়।

ওয়েলনেস থেরাপিস্ট অথবা স্পা থেরাপিস্ট হতে পারেন।

রূপসজ্জা শিল্পী হিসাবে নিজে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ রয়েছে।

মেহেন্দি আর্টিস্ট অথবা নেইল আর্ট ডিজ়াইনার হতে পারেন।

ফ্যাশন সংস্থাতেও অথবা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ রয়েছে।

শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী কলকাতার ছ’টি স্কুলে এই বিষয়ে পড়ানো হয়। এ ছাড়াও রাজ্যে ১০০-র বেশি স্কুলে ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’ পাঠের সুযোগ রয়েছে। ২০২১-এ মোট ৫০৪ জন, ২০২২-এ ৪৬৯ জন, ২০২৩-এ ১০১৯ জন এবং ২০২৪-এ মোট ৪৩৪২ জন নাম নথিভুক্ত করেছিল এই বিষয় নিয়ে পড়ার জন্য। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৩৩৪ জন পড়েছেন এই বিষয়ে।

উল্লেখ্য, চলতি বছর থেকে ‘বেস্ট অফ ফাইভ’-এর মধ্যেই ভোকেশন্যাল বিষয়গুলির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। এত দিন পর্যন্ত পড়ুয়ারা এই বিষয় নিয়ে শুধু পড়তেই পারতেন, তবে নম্বর ‘বেস্ট অফ ফাইভ’-এর মধ্যে যুক্ত করা হত না। তাতে ভোকেশন্যাল বিষয়গুলির গুরুত্ব হারিয়ে যাচ্ছিল। তাই ঐচ্ছিক বিষয় হিসাবে ভোকেশন্যালকে ফিরিয়ে এনেছে শিক্ষা সংসদ। অর্থাৎ কেউ যদি একাদশ শ্রেণিতে ভোকেশন্যাল বিষয় হিসাবে ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’ নিয়ে থাকে তা হলে ‘বেস্ট অফ ফাইভ’-এর মধ্যে ওই পড়ুয়ারা নম্বরও যোগ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement