How to start Import Export Business in WB

আমদানি-রফতানির ব্যবসা শুরু করবেন? সাহায্য করবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নবীন উদ্যোগপতিদের জন্য বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। যেখানে রাজ্যের কলকাতা ও হলদিয়া বন্দর থেকে কেউ কী ভাবে আমদানি ও রফতানির ব্যবসার করতে পারেন তা-ই শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৭:৪৪
Share:

নবীন-সহ সকল আগ্রহী উদ্যোগপতিদের জন্য এই সুযোগ। ছবি: সংগৃহীত।

রফতানি-আমদানি ব্যবসার দিকে ঝোঁক রয়েছে, চাইছেন পেশা হিসাবে এই সংক্রান্ত কাজ শুরু করার। কিন্তু কী ভাবে? এই ব্যবসা শুরু জন্য কোন দিন গুলি নজরে দেওয়া প্রয়োজন—সেই সমস্ত কিছুই অজানা। তাই ইচ্ছে থাকলেও সাহস করে এগিয়ে যাওয়া হয়ে উঠছে না। তা হলে একবার খোঁজ নিতে পারেন কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইটে।

Advertisement

এই সংস্থা নবীন উদ্যোগপতিদের জন্য করছে বিশেষ সম্মেলন। যেখানে রাজ্যের কলকাতা ও হলদিয়া বন্দর থেকে কেউ কী ভাবে আমদানি ও রফতানির ব্যবসার করতে পারেন তা-ই শেখানো হবে। দেওয়া হবে বিশেষ কিছু তথ্য। শুধু নবীনদের জন্যই নয়, অংশ নিতে পারবেন যে কোনও আগ্রহী ব্যাক্তিই।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য রাজ্যের দু’টি বন্দর থেকে যাতে বেশি করে আমদানি ও রফতানির ব্যবসা বৃদ্ধি হোক। বর্তমানে রাজ্যেরই ব্যবসায়ী কিন্তু আমদানি-রফতানির ব্যাবসা করছেন রাজ্যের বাইরের বন্দর থেকে। তাই কোথায় ঘাটতি হচ্ছে, কেন এই সমস্যা, সমাধানের উপায় কী-সহ আরও বেশ কিছু বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করা হবে।

Advertisement

যে কোনও ব্যবসাই শুরু করার জন্য প্রয়োজন সেই সক্রান্ত বিষয় জ্ঞান অর্জনের। আমদানি ও রফতানি ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ নথির, বিশেষ কৌশলের। আগামী ২ অগস্ট আউট্রাম ঘাট জেটিতে ‘দ্য বেঙ্গল প্যাডেল’ জাহাজের মধ্যেই চলবে সম্মেলন। বিকেল ৪টে থেকে শুরু হবে। তবে অংশগ্রহণের জন্য প্রয়োজন আগে রেজিস্ট্রেশন করার। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইটে (https://smp.smportkolkata.in/smpk/en/) গেলেই এই সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা। ৩০ জুলাই রেজিস্ট্রেশনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement