পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা এবং উদ্যোগপতি হওয়ার খুঁটিনাটি শেখানো হবে। প্রতীকী ছবি।
চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা, তার মধ্যেই উত্তর পূর্ব ভারতের এই প্রতিষ্ঠান। যেখানে সুযোগ রয়েছে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার। কর্মরত-সহ সকলের জন্যই এমবিএ পড়ার সুযোগ দিচ্ছে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়। এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন এমবিএ-তে। এটি দু’বছরের একটি কোর্স। এগজ়িকিউটিভ এমবিএ পড়ার জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে সে ক্ষেত্রে কোনও সরকারি অথবা বেসরকারি সংস্থায় কর্মরত হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সংস্থা থেকে কাজের পাশাপাশি পড়াশোনার জন্য সম্মতিপত্র প্রয়োজন। ক্লাস করার সুযোগ থাকবে সন্ধ্যাবেলা অথবা শনি ও রবিবার। এ ছাড়াও আরও দু’টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। শেখানো হবে পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা এবং উদ্যোগপতি হওয়ার খুঁটিনাটি। এই দু’টি কোর্সে ভর্তি হওয়ার জন্যও স্নাতক যোগ্যতা থাকা চাই।
আবেদন কী ভাবে?
নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই।