ফের উত্তরবঙ্গে আলুচাষি আত্মঘাতী

রাজ্যে আত্মঘাতী আলুচাষির সংখ্যা আরও বাড়ল। কীটনাশক খেয়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হল ভবেশ রায়ের (৩০)। মালদহের বামনগোলার হাঁসপুকুর গ্রামের ঘটনা। ভবেশবাবুর দাদা গেনু রায় জানান, তাঁদের পাঁচ বিঘা জমির মধ্যে তিন বিঘায় ভুট্টা ও বাকি দুই বিঘায় আলু চাষ হত। চাষের কাজকর্ম দেখতেন তাঁর অবিবাহিত ভাই ভবেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বামনগোলা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ১৬:২৪
Share:

রাজ্যে আত্মঘাতী আলুচাষির সংখ্যা আরও বাড়ল। কীটনাশক খেয়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হল ভবেশ রায়ের (৩০)। মালদহের বামনগোলার হাঁসপুকুর গ্রামের ঘটনা।

Advertisement

ভবেশবাবুর দাদা গেনু রায় জানান, তাঁদের পাঁচ বিঘা জমির মধ্যে তিন বিঘায় ভুট্টা ও বাকি দুই বিঘায় আলু চাষ হত। চাষের কাজকর্ম দেখতেন তাঁর অবিবাহিত ভাই ভবেশ। মার্চ মাসের ঝড়ে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়। ফলন প্রায় হয়নি বললেই চলে। ক্ষতি হয় আলু চাষেরও। মাত্র ২ কুইন্টাল আলু সব মিলিয়ে হাতে পান তাঁরা। পরিবারের দাবি, গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ধার করে এ বছর চাষ করেছিলেন ভবেশ। ধার শোধের চিন্তায় মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। গত সোমবার সন্ধেবেলা তাঁর ঘর থেকে গোঙানির শব্দ ভেসে আসে। ছুটে গিয়ে পরিবারের অন্যান্যরা দেখেন, কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভবেশ রায়। তাঁকে স্থানীয় পাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা চলতে থাকে।

এলাকার সিপিএম-এর বিধায়ক খগেন মুর্মুর দাবি, হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই চাষি। এ ক্ষেত্রে রাজ্যের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন