বিদেশি কূটনীতিকদের জন্য এ বার হায়দরাবাদ হাউসের মতো বাড়ি তৈরি করছে রাজ্য সরকার। বাড়িটির নাম দেওয়া হবে ‘সৌজন্য’। এখানে বিদেশি কূটনীতিকদের আপ্যায়ন জানানোর পাশাপাশি থাকবে তাঁদের জন্য বৈঠক এবং সরকারি আনুকূল্যে ভোজের ব্যবস্থা। এ ছাড়া মন্ত্রীদের জন্য ‘সৌজন্য’-এর পাশেই একটি বহুতল তৈরি করা হবে। যাঁদের বাড়ি নেই তাঁরা এই বহুতলে থাকতে পারবেন বলে বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে।