অ্যাবেকা-র অভিযান ঘিরে গণ্ডগোল নবান্নের অদূরে

বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (অ্যাবেকা) নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার গণ্ডগোল বাধে নবান্নের কাছে। অ্যাবেকা-র দাবি, ক্ষমতায় আসার পরে তৃণমূল সরকার জানিয়েছিল, তারা বিদ্যুতের বর্ধিত মাসুল কমানোর চেষ্টা করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ১৭:৩৩
Share:

আহত অ্যাবেকা-র সদস্য। ছবি: নিজস্ব চিত্র।

বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (অ্যাবেকা) নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার গণ্ডগোল বাধে নবান্নের কাছে। অ্যাবেকা-র দাবি, ক্ষমতায় আসার পরে তৃণমূল সরকার জানিয়েছিল, তারা বিদ্যুতের বর্ধিত মাসুল কমানোর চেষ্টা করবে। পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদি কমানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে বিদ্যুতের মাসুল অন্তত বাড়বে না। কিন্তু, গত তিন বছরে সেই মাসুল কমা তো দূরের কথা, বরং বেড়েছে অনেকটাই। এ দিন বিদ্যুত্‌ মাসুল কমানোর দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অ্যাবেকা। মিছিলে জমায়েত শুরু হতেই সতর্ক হয়ে যায় পুলিশ-প্রশাসন। নবান্নের অদূরে মন্দিরতলা মোড়ের কাছে অ্যাবেকা-র সদস্যেরা পৌঁছলে সেখানেই তাদের আটকে দেয় পুলিশ।

Advertisement

এর পরেই পুলিশের সঙ্গে তাদের বচসা বাধে। ঘটনা ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। এমনকী, অ্যাবেকার অভিযোগ, তাদের হঠাতে পুলিশ লাঠিও চালিয়েছে। এই ঘটনায় এক জন আহত হয়েছেন বলে তাদের দাবি। আহত ওই অ্যাবেকা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে। অ্যাবেকা-র দাবি ছিল, তারা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিদ্যুত্‌ মাসুল সংক্রান্ত স্মারকলিপি জমা দেবে। শেষমেশ যদিও মুখ্যমন্ত্রীর দেখা তারা পায়নি। এ দিন বিকেলের দিকে সংগঠনের তরফে পাঁচ জন প্রতিনিধি নবান্নে গিয়ে স্মারকলিপি জমা দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন