আরামবাগে তৃণমূলকর্মীর দেহ উদ্ধার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৪ ১১:৪৪
Share:

আরামবাগে বাড়ির কাছের এক পুকুর থেকে উদ্ধার হল এক তৃণমূলকর্মীর দেহ। নিহতের নাম শৈল সরকার (৪৮)। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই তৃণমূলকর্মীকে।

Advertisement

শৈলবাবুর বাড়ি আরামবাগের তালা এলাকায়। শুক্রবার রাতে কালীপুজো উপলক্ষ্যে পাশের গ্রামে গিয়েছিলেন তিনি। ভোর পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এই সময়েই বাড়ি থেকে কিছুটা দুরে একটি পুকুরের মধ্যে তাঁর দেহ ভাসতে দেখা যায়। তাদের কর্মীকে খুন করা হয়েছে দাবি করেছে তৃণমূল। অভিযোগের তির সিপিএমের দিকে। তবে এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। দু’দিন আগেই গোঘাটে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূলকর্মীর। এ দিনের এই খুনের পিছনেও এলাকার গোষ্ঠী কোন্দলই দায়ী বলে দাবি করেছে সিপিএম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement