কটূক্তির প্রতিবাদে বাবাকে মারধর, অপমানে আত্মঘাতী মেয়ে

মেয়েকে কটূক্তির প্রতিবাদ করেছিল বাবা। পরিবর্তে ভাগ্যে জুটেছিল অকথ্য গালিগালাজ আর বেধড়ক মার। সেই অপমানেই আত্মঘাতী হলেন একাদশ শ্রেণির এক ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার খাপরেল বাজারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে ওই পাড়ারই তিন যুবক মদ্যপ অবস্থায় ছাত্রীটির বাড়িতে ঢোকে। সেখানে গিয়ে মেয়েটিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৭
Share:

মেয়েকে কটূক্তির প্রতিবাদ করেছিল বাবা। পরিবর্তে ভাগ্যে জুটেছিল অকথ্য গালিগালাজ আর বেধড়ক মার। সেই অপমানেই আত্মঘাতী হলেন একাদশ শ্রেণির এক ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার খাপরেল বাজারের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে ওই পাড়ারই তিন যুবক মদ্যপ অবস্থায় ছাত্রীটির বাড়িতে ঢোকে। সেখানে গিয়ে মেয়েটিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ, ছাত্রীটির শ্লীলতাহানির চেষ্টা করে ওই তিন জন। সেই সময় বাড়িতেই ছিলেন ছাত্রীটির বাবা। তিনি প্রতিবাদ করতে এগিয়ে আসেন। তখনই তাঁকে মারধর করে ওই যুবকেরা। তার পরই তারা সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনার কিছু ক্ষণ পরে সন্ধেবেলায় নিজের ঘরে কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার গভীর রাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে জবানবন্দিতে তিনি পুলিশকে অভিযুক্তদের কথা জানিয়ে যান। ওই তিন জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ। রবিবার সকালে সুকুমার ভকত নামে এক জনকে গ্রেফতার করা হয়। জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement