খাগড়াগড় কাণ্ডে এনআইএ-র জালে আরও এক

খাগড়াগড় বিস্ফোরণের প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার মোফাজ্জল শেখ ওরফে লাদেনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোয়েন্দাদের দাবি, খাগড়াগড়-কাণ্ডে জেহাদি জঙ্গি চক্রে জড়িত থাকার অভিযোগে অন্যতম অভিযুক্ত এই লাদেন। এ দিন গভীর রাতে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। এই নিয়ে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইয়ের হাতে দুই মহিলা-সহ ১৭ জন গ্রেফতার হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫০
Share:

খাগড়াগড় বিস্ফোরণের প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার মোফাজ্জল শেখ ওরফে লাদেনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোয়েন্দাদের দাবি, খাগড়াগড়-কাণ্ডে জেহাদি জঙ্গি চক্রে জড়িত থাকার অভিযোগে অন্যতম অভিযুক্ত এই লাদেন। এ দিন গভীর রাতে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। এই নিয়ে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইয়ের হাতে দুই মহিলা-সহ ১৭ জন গ্রেফতার হল।

Advertisement

এর আগে ১৬ জন ধরা পড়েছিল, তাদের মধ্যে এক জন বাংলাদেশ ও এক জন মায়ানমারের নাগরিকও ছিল। এনআইএ সূত্রের খবর, মুর্শিদাবাদের লালগোলার মকিমনগরের একটি মাদ্রাসা চালাত এই মোফাজ্জল। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত শাজিদের অনুগামী ছিল বলে সূত্রের খবর। লাদেনকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত বা নজরের আড়ালে পড়ে থাকা কিছু নাম-ধামেরও হদিশ পাওয়া যাবে বলে আশা করছেন গোয়েন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement