ঘোকসাডাঙায় বাইসনের তাণ্ডবে মৃত দম্পতি, আহত ৩

কোচবিহারের ঘোকসাডাঙায় বাইসনের তাণ্ডবে মৃত্যু হল এক দম্পতির। আহত ৩ জন। মৃত ওই দম্পতির নাম কালীমোহন বর্মণ (৬০) এবং মণিমালা বর্মণ (৫৫)। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার জলদাপাড়ার জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে একটি বাইসনের দল। ওই দলে তিনটি বাইসন ছিল। হঠাত্ই সকাল ৫টা নাগাদ কালীমোহনবাবুর বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে দু’টি বাইসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ১৮:১৮
Share:

কোচবিহারের ঘোকসাডাঙায় বাইসনের তাণ্ডবে মৃত্যু হল এক দম্পতির। আহত ৩ জন। মৃত ওই দম্পতির নাম কালীমোহন বর্মণ (৬০) এবং মণিমালা বর্মণ (৫৫)।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার জলদাপাড়ার জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে একটি বাইসনের দল। ওই দলে তিনটি বাইসন ছিল। হঠাত্ই সকাল ৫টা নাগাদ কালীমোহনবাবুর বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে দু’টি বাইসন। বাড়িতে সেই সময় তিনি এবং তাঁর স্ত্রী ছিলেন। বাইসন দু’টি পিছন থেকে তাঁদের আক্রমণ করে। মাটিতে ফেলে শিঙ দিয়ে বুকে এবং পেটে বারবার আঘাত করতে থাকে। গুরুতর জখম অবস্থায় কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, বর্মণ দম্পতিকে আক্রমণের পর বাইসনের ওই দলটি হামলা চালায় গ্রামের অন্য বাসিন্দাদের উপর। আত্মরক্ষার্থে একটি বাইসনের শিঙ চেপে ধরেন ধীরেন্দ্র বর্মণ নামে এক ব্যক্তি। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, প্রায় দশ মিনিট ধরে বাইসনটির শিঙ চেপে ধরেছিলেন তিনি। এর পর বাইসনটি তাঁর মুখে আঘাত করে পালিয়ে যায়। ঘটনায় জখম হন আরও দু’জন। আহতেরা হাসপাতালে চিকিত্সাধীন।

Advertisement

এর পর আতঙ্কিত গ্রামবাসীরা বন দফতরে খবর দেন। বনকর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি ছোড়েন। সেই গুলির ঘায়ে বাগে আসে একটি বাইসন। কিন্তু বাকি দু’টিকে এখনও ধরা সম্ভব হয়নি। রাতে ফের হামলা চালাতে পারে তারা, এই ভেবে বনকর্মীরা ওই গ্রামেই থেকে যাবেন বলে জানিয়েছেন। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, “মৃত ওই দম্পতির পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিত্সার খরচও বহন করবে সরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement