দেশজুড়ে চলছে গণেশ চতুর্থী উত্সব

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ১৮:০৩
Share:

আরাধনার আলোয় গণপতি। অমৃতসরের একটি মণ্ডপে। ছবি: এএফপি।

তিনি বিঘ্নবিনাশী শ্রীবিনায়ক। তিনি সিদ্ধিদাতা গণেশ। সেই সিদ্ধিদাতার আবাহন আজ, শুক্রবার হচ্ছে দেশজুড়ে। সংস্কৃত শব্দ ‘গণ’ অর্থাৎ সর্বসাধারণ এবং ‘ঈশ’ অর্থাৎ ‘পরম পূজ্য’। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর পুণ্য তিথিতে শুরু হয়ে যায় শ্রীগণেশের পবিত্র জন্মোৎসব উদযাপন। এই 'গণেশ চতুর্থী' বা 'বিনায়ক চৌথি' উৎসবটি শেষ হয় দশদিন পর। ভাদ্র মাসের 'শুক্লা চতুর্দশী'তে। দেশজুড়ে পূজিত হলেও মুম্বই তথা মহারাষ্ট্রে যেন ‘গণপতি বাপ্পা মৌরিয়া’-র হুঙ্কার একটু বেশি। মুম্বই ছাড়াও জম্মু এবং অমৃতসরে সেই সিদ্ধিদাতার আবাহনের কিছু মুহূর্ত শুধুমাত্র আনন্দবাজার ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement