নিখোঁজ স্কুল ছাত্রীর নগ্ন দেহ মিলল ভাগীরথীর জলে

নিখোঁজ থাকার ৬ দিন পর মুর্শিদাবাদের লালগোলার সীতেশনগরে ভাগীরথী থেকে উদ্ধার হল এক স্কুলছাত্রীর দেহ। বুধবার সকালে এলাকার বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লালগোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ১৭:১১
Share:

নিখোঁজ থাকার ৬ দিন পর মুর্শিদাবাদের লালগোলার সীতেশনগরে ভাগীরথী থেকে উদ্ধার হল এক স্কুলছাত্রীর দেহ। বুধবার সকালে এলাকার বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লালগোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, আইসিআর হাই মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি স্থানীয় জনার্দনপুর গ্রামে। গত ২৬ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে কিশোরীর পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। ওই ছাত্রীর এক সহপাঠী পুলিশকে জানায়, ওই কিশোরী এবং সে সাইকেলে চেপে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই দিন। পথে কিছু যুবক তাদের আটকায়। কিশোরীকে আটকে রেখে তার সহপাঠীকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারা।

পুলিশ সূত্রে খবর, নদীর পাড় থেকে ওই কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধারের সময় তার গলায় ওড়নার ফাঁস দেওয়া ছিল। এ দিন কিশোরীর পরিবারের তরফে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা যাবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement