পানাগড়ে বিস্ফোরণ, আহত ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৪ ১৪:৩৭
Share:

বর্ধমানের পানাগড়ে একটি লোহার দোকানে বিস্ফোরণে আহত হলেন বছর তিরিশের এক দোকানি। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ক্যানাল পাড়ের ওই দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান আশপাশের লোকজন। সেখানে তখন আহত অবস্থায় পড়েছিলেন দোকান-মালিক ছোট্টু শেখ। তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে তাঁর হাতের তিনটি আঙুল গুরুতর জখম হয়েছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই দোকানে পুরনো লোহা-সহ অন্যান্য ধাতব দ্রব্য বিক্রি করা হত। বাড়ি বাড়ি ঘুরে পুরনো লোহালক্কড় কিনে, সেগুলিকে ভেঙে তা এই দোকানে বিক্রি করতেন ছোট্টু। বিস্ফোরণের আগের মুহূর্তেও তিনি লোহা পেটানোর কাজ করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎই দোকানের একপাশে রাখা পুরনো ধাতব জিনিসের মধ্যে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কী ভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো ব্যাটারির খোল ফেটে এই বিস্ফোরণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement