বেনারস থেকে মোদীর বিরুদ্ধে লড়ার ইঙ্গিত কেজরীবালের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৪ ১৪:২৫
Share:

বেঙ্গালুরুর সভায় আপ প্রার্থীদের সঙ্গে অরবিন্দ কেজরীবাল। ছবি: পিটিআই।

বেনারস কেন্দ্র থেকে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখোমুখি লড়ার ইঙ্গিত দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল। দু’দিনের সফরে কর্নাটকে গিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ জানিয়েছেন, দল চাইছে বলেই তিনি মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ২৩ মার্চ বেনারসের সভায় জনসাধারণের মতামত নিয়ে তিনি এই ঘোষণা করবেন। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে তাঁর হুঙ্কার: জয়-পরাজয় নিয়ে নয়, তিনি শুধু লড়াই নিয়েই ভাবছেন। রাজনৈতিক মহলের মতে, বিজেপি-বিরোধী প্রধান শক্তি হিসাবে আপকে তুলে ধরার তাগিদেই তাঁর এই পদক্ষেপ। ‘পচা-গলা রাজনৈতিক ব্যবস্থা’র মধ্যে নতুন ট্রেন্ড, নতুন ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরতে একাধিক নিরাপদ কেন্দ্র থেকে মোদীর লড়াইয়ের সিদ্ধান্তকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। পাশাপাশি, শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে মোদীর সাহসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কেজরীবাল মনে করেন, ভয় পান বলেই তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন