ব্যাঙ্কেই কেপমারি, ৩২ হাজার টাকা নিয়ে চম্পট

ব্যাঙ্ক কর্মচারী সেজে ব্যাঙ্কের ভিতর থেকেই এক প্রৌঢ়ের ৩২ হাজার টাকা সুকৌশলে হাতিয়ে চম্পট দিল এক কেপমার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ওই প্রৌঢ় থানায় অভিযোগ জানানোর পরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ২১:২৭
Share:

ব্যাঙ্ক কর্মচারী সেজে ব্যাঙ্কের ভিতর থেকেই এক প্রৌঢ়ের ৩২ হাজার টাকা সুকৌশলে হাতিয়ে চম্পট দিল এক কেপমার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ওই প্রৌঢ় থানায় অভিযোগ জানানোর পরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ একটি বেসরকারি পরিবহণ সংস্থার কর্মী বিনোদ সিংহ সংস্থারই ৩২ হাজার টাকা নিয়ে ওই ব্যাঙ্কে জমা দিতে আসেন। ব্যাঙ্কে তখন যথেষ্ট ভিড় ছিল। তিনি যখন টাকা জমা দেওয়ার ফর্ম ভর্তি করছেন তখন এক যুবক নিজে থেকেই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। ওই যুবক তাঁকে জানান, একসঙ্গে ৩২ হাজার টাকা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে না। ২৫ হাজার এবং ৭ হাজার টাকা দু’ভাগে জমা দিতে হবে। এ জন্য নির্দিষ্ট ফর্ম ভর্তি করতে হবে। এই পরামর্শ দেওয়ার পরেই যুবকটি ব্যাঙ্কের একটি কাউন্টারে ঢুকে যান। এমন ভাবে দু’টি টাকা জমা দেওয়ার ফর্ম এনে দেন এবং ব্যাঙ্কের অন্য কাজে ব্যস্ততা দেখান যে, ওই প্রৌঢ়ের মনে হয় ওই যুবক ব্যাঙ্কেরই কর্মী।

পুলিশ জানায়, কিছু পরেই ওই যুবক তাঁকে ব্যাঙ্কের ‘টোকেন’ এনে দিয়ে বলেন, টাকা দিয়ে দিলে তিনি আগেভাগে জমা করিয়ে দেবেন। ব্যাঙ্কের এক কর্মী তাঁকে সাহায্য করছেন ভেবে ওই প্রৌঢ়ও সমস্ত টাকা দিয়ে দেন। কিন্তু দীর্ঘ ক্ষণ ওই যুবক আসছেন না দেখে প্রৌঢ়ের সন্দেহ হয়। ব্যাঙ্ক থেকেই তাঁকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে বলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কে কোনও নিরাপত্তাকর্মী নেই, শুধু সিসিটিভি রয়েছে। ওই ক্যামেরায় কেপমারির পুরো ঘটনাই ধরা পড়েছে। পুলিশ এখন ওই ছবি দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন