সংবাদ সংস্থা

বিহারে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা

Advertisement
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ১৫:৪৫
Share:

বিহারের পূর্ব চম্পারণে গ্রেফতার হলেন শীর্ষ মাওবাদী নেতা বিনোদ পণ্ডিত (৩৫)। বহু দিন ধরেই পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন বিনোদ। মঙ্গলবার বিহার পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে তাঁকে পূর্ব চম্পারণের বাজারিয়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) রাজীব কুমার জানান, তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক ৭.৬২ মিলিমিটার পিস্তল-সহ ৩৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, মাওবাদী আন্দোলন সংক্রান্ত বেশ কিছু বইপত্রও মিলেছে বলে জানান তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃত বিনোদ রাজ্যের সিহর জেলার মাওবাদীদের এরিয়া কম্যান্ডার ছিলেন। মুজফফরপুরের রেল বিস্ফোরণ-সহ বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপেও বিনোদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বেশ কয়েক বছর ধরেই পুলিশ তাঁকে খুঁজছিল। পুলিশের দাবি, বিহারে মাওবাদীদের অস্ত্রশস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন ওই নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement