মালদহের হাসপাতালে আরও ৬টি শিশুর মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ২০:৩৬
Share:

বৃহস্পতিবারের পর ফের শিশু মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার মধ্য রাত পর্যন্ত আরও ছয়টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত পর্যন্ত সদ্যোজাত থেকে কুড়ি দিন বয়সের সাতটি শিশু মারা যায়। এর ফলে গত দু’দিনে এই হাসপাতালে তেরোটি শিশুর মৃত্যু হল।

Advertisement

হাসপাতালের সুপার মহম্মদ আব্দুর রশিদের দাবি, জন্মের পর ছ’টি শিশুই নানা কারণে সঙ্কটজনক অবস্থায় ছিল। সেপ্টিসেমিয়া ছাড়াও শ্বাসকষ্ট এবং কম ওজন হওয়ায় জন্মের পর থেকে ওই শিশুদের মধ্যে শারীরিক জটিলতা দেখা দেয়। এদের মধ্যে তিনটি শিশু এই হাসপাতালে জন্মালেও বাকি দু’টি শিশুকে মালদহের ইংলিশবাজার থেকে এবং একটি শিশুকে ঝাড়খণ্ডের রাজমহল থেকে রেফার করা হয়েছিল। শিশু মৃত্যুর খবরে এ দিন হাসপাতালে আসেন জেলার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, কম ওজনের কারণেই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিত্সার গাফিলতি হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন