রানিকুঠির ঘটনায় ওই স্কুলেরই একটি শাখায় বিক্ষোভ অবিভাবকদের

চার বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠায় সোমবার রানিকুঠির একটি স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। মঙ্গলবার ওই স্কুলেরই একটি শাখার প্রাথমিক বিভাগের ছাত্রীদের নিরাপত্তার দাবিতে ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিলেন অভিভাবকেরা। মঙ্গলবার দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের ঘটনা। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পঠনপাঠন এ দিন স্বাভাবিক ভাবেই হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ১৮:৪৫
Share:

চার বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠায় সোমবার রানিকুঠির একটি স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। মঙ্গলবার ওই স্কুলেরই একটি শাখার প্রাথমিক বিভাগের ছাত্রীদের নিরাপত্তার দাবিতে ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিলেন অভিভাবকেরা। মঙ্গলবার দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের ঘটনা। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পঠনপাঠন এ দিন স্বাভাবিক ভাবেই হয়েছে।

Advertisement

এ দিন সকালে ওই স্কুল খোলামাত্রই শ’পাঁচেক অভিভাবক সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রধান শিক্ষিকার ঘরের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে সমস্ত দাবিদাওয়া নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জানানো হয়, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুলে কোনও ছাত্রীকেই পাঠানো হবে না। শুক্রবার সকালে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই ক্লাস বয়কট তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেন অভিভাবকেরা। তাঁদের এক জন বলেন, “আমার মেয়ে এই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সোমবার রানিকুঠির স্কুলের ঘটনায় আমরা ভীষণই উদ্বিগ্ন। ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভাবতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না। সেই কারণেই আগামী তিন দিন মেয়েকে স্কুলে পাঠাবো না।”

অভিভাবকদের বেশির ভাগেরই দাবি, স্কুলের অনুষ্ঠান বন্ধ করতে হবে। কারণ এই ধরণের অনুষ্ঠানের মহড়া চলাকালীন ছাত্রীদের কোনও নিরাপত্তা থাকে না। ফলে যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটে। স্কুলের ভেতরেও নিরাপত্তা যথেষ্ঠ কম। স্কুল কর্তৃপক্ষ জানান, প্রতি চার বছর অন্তর এই প্রতিষ্ঠানের আরও দু’টি স্কুলের সঙ্গে যৌথ ভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে অনুষ্ঠান হয়, তাতে সব ছাত্রীরই অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে এর পরে যদি কোনও অভিভাবক চান, তাঁর সন্তান ওই অনুষ্ঠানে অংশ নেবে না, সেটা তাঁদের ব্যাপার। কর্তৃপক্ষের দাবি, ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি নেই। কিন্তু, অভিভাবকেরা যদি কোনও মতামত দিতে চান, তা অবশ্যই গ্রহণযোগ্য। তবে অভিভাবকদের ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন