শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ, ধৃত অটো চালক

ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল শহরের উপকণ্ঠে। এ বার ঠাকুরপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য অটোর অপেক্ষায় স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল এক কিশোরী। সেই সময় এলাকায় পরিচিত এক অটোচালক বাড়িতে পৌঁছে দেবে বলে অটোয় তোলে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ১৬:৪৮
Share:

ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল শহরের উপকণ্ঠে। এ বার ঠাকুরপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য অটোর অপেক্ষায় স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন এক কিশোরী। সেই সময় এলাকায় পরিচিত এক অটোচালক বাড়িতে পৌঁছে দেবে বলে অটোয় তোলে তাঁকে। অভিযোগ, ঠাকুরপুকুর বাজারের কাছাকাছি চলে এলে চালক প্যাসেঞ্জার তুলবে বলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীকে অটোর সামনে আসতে বলে। চালকের কথামতো তিনি অটোর সামনের আসনে বসেন। সেই সময় অভিযুক্ত ওই অটোচালক তাঁর শ্লীলতাহানি করে। সম্মান বাঁচাতে ঠাকুরপুকুর বাজারে স্থানীয় একটি ক্লাবের সামনে অটো থেকে ঝাঁপ দেয় নিগৃহীতা কিশোরী। সেই সময় স্থানীয় লোকজন চারপাশ থেকে চালককে ঘিরে ফেলেন। তাকে ঠাকুরপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুর-তারাতলা রুটের অভিযুক্ত ওই অটোচালকের নাম সমর মান্না। যুবতীর পরিবারের তরফে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন