Murshidabad Violence

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ, পুড়িয়ে দেওয়া হল বাম সমর্থকের দোকান, অভিযুক্ত তৃণমূল

ভোটের কয়েক দিন আগে তৃণমূল ছেড়ে সিপিএমের হয়ে কাজ করতে শুরু করেন তাঁরা। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা দোকানে আগুন দেয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১২:৪৪
Share:

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার অন্তর্গত বাগাডাঙা। —নিজস্ব চিত্র।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার অন্তর্গত বাগাডাঙা। ওই পঞ্চায়েতের বড়বাজারে বুধবার রাতে জোট সমর্থকদের দোকান জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটের দিন বিকাল থেকেই জোট সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

সূত্রের খবর, মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বড়বাজারে মোজাম্মেল মণ্ডল-সহ কয়েক জন সব্জির দোকান চালান। এ বারের লোকসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ করে বাম এবং কংগ্রেস জোটে যোগ দিয়েছিলেন তাঁরা। দলত্যাগের পর থেকেই তাঁদের নানা ভাবে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ।

বুধবার গভীর রাতে বাগাডাঙায় পর পর বেশ কয়েকটি দোকান জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়েরা। খবর যায় দোকানের মালিকদের কাছে। পৌঁছয় দমকল এবং পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকদের দাবি। দোকানমালিকদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ডোমকল ব্লক তৃণমূল নেতৃত্ব।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তথা জোট সমর্থক ইব্রাহিম আলি বলেন, ‘‘তৃণমূল ছেড়ে যখন জোট প্রার্থীকে সমর্থন করি তখন থেকেই একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছি। দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি শুনছি অনেক দিন ধরে। পুলিশে অভিযোগ জানিয়েছি। দেখি প্রশাসন কী করে।’’

স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা বাবু মণ্ডল বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ করছে। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের ওই সমর্থকদের বিরুদ্ধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন