আরও ৪২ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, আসরে দীপা, মান্নান, অরুণাভ

আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করে দিল কংগ্রেস। এই দফায় ৪২ জনের নাম ঘোষিত হল। এবং আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস জানিয়ে দিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দীপা দাশমুন্সি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ২০:৪৪
Share:

আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করে দিল কংগ্রেস। এই দফায় ৪২ জনের নাম ঘোষিত হল। এবং আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস জানিয়ে দিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দীপা দাশমুন্সি।

Advertisement

দু’দফায় মোট ৮৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এই দফার তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম রয়েছে। ভবানীপুরে দীপা দাশমুন্সিকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা নিঃসন্দেহে শুক্রবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তবে আরও কয়েকজন সিনিয়র নেতার লড়ার ঘোষণা রয়েছে এ দিনের তালিকায়। যেমন, চাঁপদানিতে আবদুল মান্নান, বিধাননগরে অরুণাভ ঘোষ, রানাঘাট উত্তর-পশ্চিমে শঙ্কর সিংহ। এঁরা যে এ বারের বিধানসভা নির্বাচনের লড়বেন, সে জল্পনা আগেই শুরু হয়ে গিয়েছিল। কেউ কেউ প্রচারেও নেমে পড়েছিলেন। এ বার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে গেল তাঁদের নাম।

আরও পড়ুন:

Advertisement

জোড়া ওষুধে কড়া কমিশন, এক লপ্তে বদলি ৩৭, বেনজির সফরে ৫ সিইও

দেখে নেওয়া যাক, কংগ্রেস কোন আসনে কাকে প্রার্থী করার কথা ঘোষণা করল শুক্রবার:

তুফানগঞ্জ- শ্যামল চৌধুরী

কালচিনি- অভিজিৎ নার্জিনারি

ইসলামপুর- কানহাইয়ালাল আগরওয়াল

তপন- সূর্যনাথ পাহান

হরিরামপুর- নীলাঞ্জন রায়

হরিশ্চন্দ্রপুর- মুস্তাক আলম

মালতীপুর- হেমন্ত শর্মা

সুতি- হুমায়ুন রেজা

সাগরদিঘি- জহরুল হক

হরিপরপাড়া- আলমগীর মীর

ডোমকল- আবদুর রহমান শেখ

কালীগঞ্জ- কাবিলুদ্দিন শেখ

কৃষ্ণনগর উত্তর- অসীমকুমার সাহা

শান্তিপুর- অরিন্দম ভট্টাচার্য

রানাঘাট উত্তর-পশ্চিম- শঙ্কর সিংহ

কৃষ্ণগঞ্জ- বিশ্বনাথ বিশ্বাস

বনগাঁ উত্তর- জহর বিশ্বাস

পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়

বিধাননগর- অরুণাভ ঘোষ

বসিরহাট দক্ষিণ- অমিত মজুমদার

পাথরপ্রতিমা- কৌস্তভ রাউত

কাকদ্বীপ- রফিকউদ্দিন মোল্লা

জয়নগর- তাপসকুমার বৈদ্য

ক্যানিং পশ্চিম- অর্ণব রায়

মগরাহাট পশ্চিম- খালিদ এবাদুল্লা

বজবজ- শেখ মুজিবর রহমান

ভবানীপুর- দীপা দাশমুন্সি

রাসবিহারী- আশুতোষ চট্টোপাধ্যায়

বালিগঞ্জ- কৃষ্ণা দেবনাথ

উলুবেড়িয়া উত্তর- অমিয়কুমার মণ্ডল

শ্যামপুর- অমিতাভ চক্রবর্তী

উদয়নারায়ণপুর- অলক কোলে

চাঁপদানি- আবদুল মান্নান

সপ্তগ্রাম- দিলীপ নাথ

পুরশুড়া- প্রতীম সিংহরায়

ময়না- মৈনাক ভৌমিক

ভগবানপুর- গোপাল মহাপাত্র

কাটোয়া- শ্যামা মজুমদার

সাঁইথিয়া- মদনচন্দ্র ঢুলি

রামপুরহাট- সৈদয় সিরাজ জিম্মি

হাঁসন- মিলটন রশিদ

মুরারই- আলি মুর্তাজা খান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন