Adhir Ranjan Chowdhury

‘আপনার ঘরে পৌঁছে গিয়েছে সিবিআই’, মমতাকে অধীর-কটাক্ষ

অধীরের অভিযোগ, মন্ত্রী জাকির হোসেনের উপর হামলাকারীরা গ্রেফতার হল না। কারণ পুলিশ বুঝেছে সরকারি দলের লোক জড়িত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০৬
Share:

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নোটিস পাঠানোর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লোকসভার কংগ্রেস দলনেতার মন্তব্য, ‘‘দিদি আপনার ঘরে সিবিআই গিয়েছে। নিরপেক্ষ তদন্ত করার দাবি আমরা করেছি। কোন রাজনৈতিক পক্ষপাতিত্বের আমরা বিরোধিতা করি। পাশাপাশি, সত্যের উদঘাটন হোক এটাও আমরা চাই।’’

Advertisement

প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর সোমবার তাঁর আমলে বাংলার রেল প্রকল্পের উন্নয়নের কথাও বলেন। তাঁর মন্তব্য, ‘কাটোয়া থেকে আজিমগঞ্জ ও ফরাক্কা পর্যন্ত সব লাইন ডবল করা, বৈদ্যুতিকরণ করা, পলাশি থেকে লালগোলা ইলেকট্রিফিকেশন শুরু করেছিলাম। আজকে শেষ হয়েছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন। ভোটের আগে বাজার মাত করছে। কিন্তু তিনি বলবেন না, এই কাজগুলো ইউপিএ সরকার শুরু করেছিল।’’

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজ্যের ১ টাকা সেস কমানো প্রসঙ্গে অধীরের মন্তব্য, ‘‘একটা পকেটমার বাসস্ট্যান্ডে পকেট মারল ১০০ টাকা আর বাস ভাড়া দিল এটা তাই। দিদি ও মোদী দু’জনেই সেঞ্চুরি হাঁকাচ্ছেন। দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে নামার কোন লক্ষ্য নেই। পশ্চিমবঙ্গ সরকার তেলের দাম বিরোধিতা করে না। কারণ তেলের থেকে ভ্যাট ও সেস পায়। টাকা পায়। এখন নির্বাচনের আগ মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন তিনি ১ টাকা কমালেন। ডিজেল ১০০ টাকা ছুঁতে চষেছে। এক টাকা কমানো মানে উটের মুখে জিরা দেওয়া হচ্ছে।’’

Advertisement

মুর্শিদাবাদে পুলিশের সাহায্যে তৃণমূলের সন্ত্রাস প্রসঙ্গে অধীর বলেন, ‘‘মন্ত্রী জাকির হোসেনের উপর হামলাকারী দুষ্কৃতীরা গ্রেফতার হল না। কারণ পুলিশ বুঝেছে সরকারি দলের লোক জড়িত। মুর্শিদাবাদ জেলাতে কোনও ঘটনা ঘটলে আমাদের লোককে ধরা হয়। মুখ্যমন্ত্রীকে বলব আপনি বলছেন, জেল ঘাটতে ভয় পান না। মুর্শিদাবাদ জেলার ১০০-র নিরপরাধ কংগ্রেস কর্মীকে মাদক কেসে জেলে ভরে রাখা হয়েছে। তাঁরা আপনার দলের কথা অনুযায়ী তৃণমূলের হয়ে লুঠতরাজ করেনি। তাই তাদের শাস্তি পেতে হচ্ছে। নিমতিতার ঘটনার ঘটনায় সরকারি দলের লোক জড়িত তাই পুলিশ গড়িমসি করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন