Deganga

তৃণমূলের পোস্টার ছেঁড়ার ঘটনায় দেগঙ্গায় আটক বিহারের দুই যুবক

তৃণমূলের অভিযোগ, বিজেপি-র হয়ে যাঁরা এ কাজ করছিলেন তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। বিহারের পটনা থেকে তাঁদের আনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৩
Share:

দেগঙ্গায় পোস্টার ছেঁড়ার ঘটনায় আটক যুবক। নিজস্ব চিত্র।

বিজেপি-র পরিবর্তন যাত্রার রথ পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বাজারের অদূরে আমিনপুর রোড এলাকায়।

Advertisement

দেগঙ্গা দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাসের অভিযোগ, আজ সকালে তিনি খবর পান কিছু বহিরাগত ছেলে দেগঙ্গা বাজারে এসে বিভিন্ন দেওয়ালে তৃণমূল কর্মীদের সাঁটানো পোস্টার তুলে দিয়ে বিজেপি-র পোস্টার সাঁটছেন। খবর পেয়েই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে আরও একজনকে ধরা হয়।

অরূপের অভিযোগ, বিজেপি-র হয়ে যাঁরা এ কাজ করছিলেন তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। বিহারের পটনা থেকে তাঁদের আনা হয়েছে। দৈনিক হাজার টাকা মজুরির বিনিময়ে বিজেপি-র পোস্টার মারার কাজ করছেন বলে আটক ব্যক্তিরা স্বীকার করে নিয়েছেন।

Advertisement

খবর ছড়িয়ে পড়তে দেগঙ্গা বাজারের তীব্র উত্তেজনা তৈরি হয়। এ বিষয় নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় চলতি মাসেই অশান্তি ছড়িয়েছিল দেগঙ্গায়।

বিজেপি-র স্থানীয় নেতা তরুণকান্তি ঘোষ সোমবারের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘তৃণমূলের পুরনো সভার প্রচারের পোস্টার তুলে সেই জায়গায় আমাদের পোস্টার সাঁটানো হচ্ছিল। এতে অপরাধ কোথায়? যাঁরা পোস্টার মারছিলেন, তাঁর তো আর পাকিস্তান থেকে আসেননি। তাঁরা ভারতেরই বাসিন্দা। তৃণমূলের হাতে পুলিশ আছে বলেই তাঁরা এমন ঘটনা ঘটিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন