বিজয় মিছিলে নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত

৩১ মে পর্যন্ত বিজয় মিছিল নয়— ভোট নিয়ে সর্বদল বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়ে দিলেন জেলাশাসক পি মোহন গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০২:০২
Share:

সিউড়ির প্রশাসনিক ভবনে চলছে বৈঠক।— নিজস্ব চিত্র

৩১ মে পর্যন্ত বিজয় মিছিল নয়— ভোট নিয়ে সর্বদল বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়ে দিলেন জেলাশাসক পি মোহন গাঁধী।

Advertisement

ভোটগণনা চলাকালীন আচরণবিধি কী হবে, ফলপ্রকাশ পরবর্তী সময়ে বিজয় মিছিল করার ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশিকাই কী— এমনই নানা বিষয় নিয়ে সর্বদলী বৈঠক হয়। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পি মোহন গাঁধীর পৌরহিত্যে বৃহস্পতিবার দুপুরে বৈঠকটি হয় সিউড়ি প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকে সবদলকে জানানো হয়, ভোটের ফল ১৯ তারিখে প্রকাশিত হলেও আগামী ৩১ মে পর্যন্ত বিজয় মিছিল করার বিষয়ে কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। বিজেপি, কংগ্রেস ও বামেরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে, এ দিন বৈঠকে উপস্থিত তৃণমূলের প্রতিনিধিরা জানান, এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই মতামত জানাবেন। ওই বৈঠকের পরেই দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া ও ময়ূরেশ্বর চারটি বিধানসভার রিটার্নিং অফিসার ও প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়েও বৈঠক হয়। জেলাশাসক জানান, নির্বাচন কমিশেনের নির্দেশ মেনেই এই বৈঠক।.

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন