ভোটের সকালে শাসকের বিজ্ঞাপন, কমিশনে যাচ্ছে বিরোধীরা

আচরণবিধি কি ঢেকে যাচ্ছে বিজ্ঞাপনে? বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ রাজ্যের ৬২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। আর এ দিন সকালে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে শাসক দল তৃণমূলের দেওয়া একটি বিজ্ঞাপনকে ঘিরে এই প্রশ্ন উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১২:৪৬
Share:

আচরণবিধি কি ঢেকে যাচ্ছে বিজ্ঞাপনে?

Advertisement

বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ রাজ্যের ৬২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। আর এ দিন সকালে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে শাসক দল তৃণমূলের দেওয়া একটি বিজ্ঞাপনকে ঘিরে এই প্রশ্ন উঠেছে।

‘আর খানিকক্ষণের মধ্যেই আপনি রওনা দেবেন বুথের দিকে। নিজের সাংবিধানিক ক্ষমতার প্রয়োগে একটিমাত্র বোতাম টিপে নির্ধারণ করবেন এই রাজ্যের ভবিষ্যত্।’ তৃণমূলের এই বিজ্ঞাপন দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় বিরোধীদের। ভোটের সকালে এমন বিজ্ঞাপন প্রকাশিত হল কী ভাবে? যেখানে প্রথম কয়েকটি বাক্য পরেই লেখা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই আজ পশ্চিমবঙ্গের বাগ্যের চাবিকাঠি আপনার হাতে।’ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তাদের আগাম অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে কোনও বিজ্ঞাপনই প্রকাশ করা যায় না। এমনকী, ভোটের দিন এ ভাবে ভোট প্রার্থনার আবেদনও জানানো যায় না বলে অভিযোগ বিরোধীদের। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, ‘‘এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। আমরা দিল্লিতে নির্বাচন সদনে অভিযোগ জানাব।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও একই অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘স্পষ্টতই এটি আচরণবিধি ভঙ্গের ঘটনা। আমরা কমিশনের কাছে অভিযোগ জানাব।’’

Advertisement

তবে, ভোটের সকালে বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি বলে শাসক দলের দাবি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের আগাম অনুমতি নিয়েই সমস্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ দিন যেটি প্রকাশিত হয়েছে, তার ক্ষেত্রেও কোনও অনিয়ম হয়নি বলেই তাদের দাবি। কিন্তু, ভোটের দিন ভোট চেয়ে আবেদন জানানো একটি বিজ্ঞাপন কী ভাবে প্রকাশের অনুমতি দিল কমিশন? সে প্রশ্ন এড়িয়ে কমিশনের এক কর্তা বলেন, ‘‘আমাদের কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। এলে খতিয়ে দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন