সোনালি অতীত এবং সোনালি বর্তমান

কখনও বিধানসভায় তাণ্ডব চালানোয় নেতৃত্ব দেওয়া, কখনও পুলিশকে জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি-এ সব কাজে তাঁর জুড়ি মেলা ভার। বিরোধীরা তাঁকে বলেন মমতার ছায়াসঙ্গী। তিনি আবার বিধানসভার ডেপুটি স্পিকারও বটে। তিনি তৃণমূল নেত্রী সোনালি গুহ। পেশী শক্তি দেখিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১২:৩২
Share:

কখনও বিধানসভায় তাণ্ডব চালানোয় নেতৃত্ব দেওয়া, কখনও পুলিশকে জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি-এ সব কাজে তাঁর জুড়ি মেলা ভার। বিরোধীরা তাঁকে বলেন মমতার ছায়াসঙ্গী। তিনি আবার বিধানসভার ডেপুটি স্পিকারও বটে। তিনি তৃণমূল নেত্রী সোনালি গুহ। পেশী শক্তি দেখিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

দেখে নেওয়া যাক কোন কোন বিতর্কে জড়িয়েছেন সোনালি—

• ২০১৬-র বিধানসভা নির্বাচনে বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি দেওয়া এমনকী সিপিএমের এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।

Advertisement

• ২০১৪-য় হাওড়ার গোলাবাড়িতে এক আবাসনে রাত ১১টার পর লিফ‌্ট কেন বন্ধ তা নিয়ে বিবাদ মেটাতে যান সোনালি। সেখানে গিয়ে চিকিত্সক নগেন্দ্র রাই ও তাঁর ছেলেকে মারধর জুতোপেটার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সে দিন তিনি হুমকি দিয়েছিলেন,“ আই অ্যাম দ্য ম্যান অফ চিফ মিনিস্টার। আই অ্যাম দ্য গভর্নমেন্ট।”

• ২০০৬-এ বিধানসভার লবিতে তাঁর নেতৃত্বে ভাঙচুর চালান তৃণমূলের বিধায়করা।

• ২০০৭-এ বজবজে অজানা জ্বরের ঘটনায় সরকারি দফতরে গিয়ে স্বাস্থ্য আধিকারিককে হুমকির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

• ২০০৮-এ নোদাখালি থানার ওসিকে গালিগালাজ করা এবং জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেওয়ার ক্ষেত্রেও ছিলেন সোনালি।

দেখে নিন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন