WB Election 2021

বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দিলেন অশোক ডিন্ডা

পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২০:৫১
Share:

মনোনয়ন জমা দিচ্ছেন ডিন্ডা (ডানদিকে)। নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন অশোক ডিন্ডা। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিমতৌড়ি জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন ডিন্ডা। বুধবার দুপুরেই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ডিন্ডার মা বাধ সাধেন। তাই মায়ের কথা শুনে বৃহস্পতিবারই বেছে নেন তিনি। শুক্রবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিতে চান তিনি।

ডিন্ডার বাড়ি পূর্ব মেদিনীপুরের নৈছনপুরে। সেটি যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ময়নাতেই নির্বাচন যুদ্ধে লড়তে চলেছেন বাংলার প্রাক্তন জোরে বোলার। এই কেন্দ্রটি তৃণমূলের দখলে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংগ্রাম দোলুই জিতেছিলেন। তিনি ১ লক্ষ ৯৮০ ভোট পেয়েছিলেন। এ বারও তৃণমূলের প্রার্থী সংগ্রাম দোলুই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement